রবিবার, ২৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

গ্রামে বেশি টিকা দেওয়া হবে

মানিকগঞ্জ প্রতিনিধি

গ্রামে বেশি টিকা দেওয়া হবে

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, গ্রামের লোকজন টিকা কম পেয়েছেন। এ জন্য গ্রামে মৃত্যুর সংখ্যা বেড়েছে। আমরা তাদের আগে টিকা দেব। গ্রামগঞ্জে বেশি টিকা বরাদ্দ দেওয়া হবে। দেশে টিকার কোনো সমস্যা হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, মুরব্বিদের টিকা দিতে হবে। তাদেরকে সুরক্ষিত করতে হবে। তার পরে আমরা সবাই টিকা পাব। তবে টিকা নিয়ে নিশ্চিন্ত থাকা যাবে না, মাস্ক পরতেই হবে। গতকাল মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা ছাত্রলীগ সভাপতি এম এ সিফাত কৌরাইশী সুমনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য মমতাজ বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর