রবিবার, ২৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

দাবি আদায়ে সরকারকে আলটিমেটাম দিল ট্রাক মালিক-শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক

সড়ক পরিবহন আইন ২০১৮-এর সংশোধনী প্রস্তাবসহ সরকারের কাছে ১৫ দফা দাবি জানিয়েছেন ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ মালিক, চালক ও শ্রমিকরা। আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে দাবি আদায় না হলে ২১ সেপ্টেম্বর  ভোর ৬টা থেকে ৭২ ঘণ্টা কর্মবিরতি পালন করবে তারা। এর পরেও যদি সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়া যায় তাহলে প্রায় ৭ লাখ মালিক শ্রমিক একযোগে কঠোর আন্দোলনে যাবে বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন তারা। গতকাল সকালে রাজধানীর তেজগাঁও ট্রাক টার্মিনাল কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেয় বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্যপরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্যপরিবহন মালিক অ্যাসোসিয়েশন মহাসচিব চৌধুরী জাফর আহাম্মদ। বক্তব্য রাখেন মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মুকবুল আহমেদ ও শ্রমিক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ওয়াজি উল্লাহ। আলহাজ মুকবুল আহমেদ বলেন, সড়ক পরিবহন আইনের বিধিবিধান থেকে সড়ক পরিবহন মালিক ও শ্রমিক স্বার্থবিরোধী ধারা, উপধারা দ্রুত বাতিলসহ আমাদের ১৫ দফা দাবি পূরণ করে এই খাতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে বিনীত অনুরোধ জানাই।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশনের সভাপতি তালুকদার মো. মনির, কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্যপরিবহন মালিক অ্যাসোসিয়েশনের অতিরিক্ত মহাসচিব আব্দুল মোতালেব, সহ-সভাপতি মাছুম পাটোয়ারী প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর