রবিবার, ২৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

জিয়া মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছিলেন : মির্জা আজম

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, জিয়া শুধু খুনিই নন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছিলেন। জিয়া এবং খালেদা জিয়ার শাসন আমলে মুক্তিযোদ্ধাদের কোনো সম্মান ছিল না। জিয়াউর রহমান ছিল জন্মসূত্রে পাকিস্তানি নাগরিক। তৎকালীন সময়ে মেজর জিয়া পাকিস্তানে আইএসএ চাকরি করেছেন। গতকাল মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোকাবহ আগস্ট এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলালের সঞ্চালনায় এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহার সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকি বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. আবদুল্লাহ আল আমিন চান, পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, আশরাফ হোসেন তরফদার প্রমুখ।

মির্জা আজম বলেন, বিএনপি এতটাই বর্বর ছিল যে, মুক্তিযুদ্ধের ওপর যতগুলো সিনেমা নির্মিত হয়েছিল সবই বন্ধ করে দিয়েছে, সেই সঙ্গে বঙ্গবন্ধুর স্লোগানও বন্ধ করে দেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর