সোমবার, ৩০ আগস্ট, ২০২১ ০০:০০ টা
এ ক ন জ রে

সরকারি কবরস্থান স্থাপনে নীতিমালা তৈরির সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি প্রতিটি ইউনিয়নে সরকারি কবরস্থান স্থাপনের জন্য নীতিমালা তৈরির সুপারিশ করেছে। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত কমিটির নবম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, স্বপন ভট্টাচার্য, মসিউর রহমান রাঙ্গা, শাহে আলম, ছানোয়ার হোসেন এবং আবদুস সালাম মুর্শেদী বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের ২৮ কোটি টাকা ব্যয়ে ‘স্টাডি কার্যক্রম’ নিয়ে পরবর্তী বৈঠকে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপনের সুপারিশ করা হয়। একই সঙ্গে সমবায় অধিদফতরের সার্বিক কার্যাবলিসহ ‘আমার গ্রাম আমার শহর’ কার্যক্রম বাস্তবায়নের হালনাগাদ অগ্রগতি প্রতিবেদনও ওই বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে অষ্টম বৈঠকের গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে আলোচনা হয় এবং এসব সিদ্ধান্ত্র দ্রুততম সময়ে বাস্তবায়নের সুপারিশ করে কমিটি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর