শিরোনাম
সোমবার, ৩০ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বাংলাদেশে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে

------- ব্রিটিশ হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগকারী দেশ যুক্তরাজ্য। আগামীতে বাংলাদেশের সেবা খাতগুলো বিশেষ করে ব্যাংকিং, স্বাস্থ্য, তথ্য-প্রযুক্তি এবং শিক্ষা খাতে ব্রিটিশ বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। বিনিয়োগ বাড়াতে ‘ব্যবসা পরিচালনা সূচক’-এ বাংলাদেশের অবস্থান উন্নয়ন করতে হবে এবং পাশাপাশি সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। করোনা মহামারী পরবর্তী সময়ে বাংলাদেশের অর্থনীতির গতিধারা অব্যাহত রাখতে বেসরকারি বিনিয়োগ আরও বৃদ্ধি করতে হবে। তথ্য-প্রযুক্তি খাতে বাংলাদেশের স্টার্টআপদের জন্য ব্রিটিশ ভেঞ্চার ক্যাপিটালিস্টদের বিনিয়োগ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে ব্রিটিশ দূতাবাস কাজ করছে।

গতকাল অনলাইনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা : প্রেক্ষিত সেবা খাত’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রবার্ট চ্যাটারটন ডিকসন। এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সভাপতি রিজওয়ান রাহমান। বক্তব্য দেন বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, ডিসিসিআই ঊর্ধ্বতন সহসভাপতি এন কে এ মবিন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর