সোমবার, ৩০ আগস্ট, ২০২১ ০০:০০ টা

নিষিদ্ধ সংগঠনের নারী সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বাড্ডা থেকে জোবাইদা সিদ্দিকা নাবিলা (১৭) নামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক নারী সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের সিটিটিসির একটি দল তার কাছ থেকে জঙ্গিবাদের ব্যবহৃত সিমকার্ড ও মেমোরিকার্ডসহ মোবাইলফোন জব্দ করে। আদালতের নির্দেশে তাকে পাঁচ দিনের রিমান্ডে  নেওয়া হয়েছে। গতকাল ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিটিটিসির প্রধান অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।

 নাবিলা ২০২০ সালের প্রথম দিকে নিজের নাম পরিচয় গোপন করে ছদ্মনামে একটি ফেইক ফেসবুক অ্যাকাউন্ট খুলে আনসার আল ইসলামের অফিশিয়াল ফেসবুক পেজ ‘তিতুমীর মিডিয়া’-এর খোঁজ পায়। একপর্যায়ে পেজের অ্যাডমিনের সঙ্গে তার যোগাযোগ স্থাপিত হয়। আনসার আল ইসলামের সেসব অফিশিয়াল ওয়েবসাইটসমূহে প্রবেশ করে। তাদের মতাদর্শকে সবার সঙ্গে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য অনলাইন মিডিয়া প্ল্যাটফরমকে বেছে নেয়। নাবিলা ফেসবুক, টেলিগ্রাম ও “ঈযরৎঢ়রিৎব” নামক অনলাইন প্ল্যাটফরমসমূহে বিভিন্ন ছদ্মনামে একাধিক অ্যাকাউন্ট খোলে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর