সোমবার, ৩০ আগস্ট, ২০২১ ০০:০০ টা
ঢাকা চেম্বারের স্মরণসভা

আনোয়ার হোসেন ছিলেন শিল্পায়নের অগ্রদূত

নিজস্ব প্রতিবেদক

আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত আনোয়ার হোসেন বাংলাদেশের শিল্পায়নের অগ্রদূত ছিলেন বলে মনে করেন বিশিষ্টজনরা। শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি  আয়োজিত আনোয়ার হোসেন স্মরণ সভায় এ অভিমত ব্যক্ত করেন রাজনীতিবিদ, ব্যবসায়ী নেতা ও পরিবারের সদস্যরা। বক্তারা  বলেছেন শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশকে একটি স্বনির্ভর অর্থনীতির দেশে পরিণত করার লক্ষ্যে আনোয়ার হোসেন কাজ করে গেছেন। ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমানের সঞ্চালনায় বক্তব্য দেন প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ এমপি, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, প্রয়াত আনোয়ার হোসেনের বড় ছেলে ও আনোয়ার গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন, ছোট ছেলে হোসেন খালেদ প্রমুখ।

প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, আনোয়ার হোসেন ছিলেন একজন সৎ ও নিষ্ঠাবান উদ্যোক্তা। তাঁর প্রতিষ্ঠিত ২২টি শিল্পপ্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ১৪ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। দেশের তরুণ উদ্যোক্তা সমাজকে তিনি আনোয়ার হোসেনের জীবন থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান। এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, আনোয়ার হোসেনের মূল লক্ষ্য ছিল দেশের আর্থসামাজিক উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরি। তিনি বর্তমান উদ্যোক্তা সমাজকে নিজেদের পথচলায় তাঁকে অনুসরণ করার আহ্বান জানান। ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান বলেন, আনোয়ার হোসেন নিজের জীবনদশায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরির স্বপ্ন দেখেছিলেন। তাঁর উত্তরসূরিরা এ স্বপ্ন বাস্তবায়নে সক্ষম হবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর