মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

মানিকগঞ্জে শেখ রাসেল ক্রীড়া চক্রের খাদ্য সহায়তা অব্যাহত

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে শেখ রাসেল ক্রীড়া চক্রের খাদ্য সহায়তা অব্যাহত

মানিকগঞ্জে গতকাল শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের সহযোগিতায় অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করা হয় -বাংলাদেশ প্রতিদিন

জাতীয় শোক দিবস উপলক্ষে মানিকগঞ্জে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড।

গতকাল দুপুরে হরিরামপুর উপজেলার গোলাম মহীউদ্দীন কমল আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ১ হাজার ৫০০ অসহায়ের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এর আগে গত রবিবার শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ৩ হাজার অসহায় লোকের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ৩ কেজি ডাল, ৩ কেজি আটা। শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের নিজস্ব অর্থায়নে এ খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। প্রধান অতিথি কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের পরিচালক ড. সাজ্জাদ হায়দার এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্য সহায়তা বিতরণকালে প্রধান অতিথি ড. সাজ্জাদ হায়দার বলেন, শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের সহযোগিতায় সারা দেশেই খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। মানিকগঞ্জে গত রবিবার শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ৩ হাজার লোককে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। হরিরামপুরে ১ হাজার ৫০০ লোকের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আরও খাদ্য সহায়তা দেওয়া হবে। এ সময় তিনি গোলাম মহীউদ্দীন কমল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৫০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ দেওয়ার কথা জানান। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের স্থায়ী সদস্য আমিনুল ইসলাম, স্থায়ী সদস্য মো. মারুফ কাজী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট বাদরুল ইসলাম খান বাবলু, কাজী এনায়েত হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, আমিনুল ইসলাম মুট্টু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনি। হরিরামপুর উপজেলার নদীভাঙন কবলিত এলাকার লোকজন শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের সহযোগিতায় খাদ্যসামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেন। পদ্মার ওপার লেছড়াগঞ্জ থেকে আসা আমেনা বেওয়া (৭০) বলেন, ‘খুব খারাপ সময় যাচ্ছিল। এগুলো পেয়ে অনেক ভালো হয়েছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর