মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

পদের আশায় রাজনীতি করা কর্মীর প্রয়োজন নেই

জামালপুর প্রতিনিধি

পদের আশায় রাজনীতি করা কর্মীর প্রয়োজন নেই

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, শুধু দলীয় পদ-পদবীর আশায় চাটুকারিতার আশ্রয় নিয়ে যারা রাজনীতি করেন তাদের আওয়ামী লীগে প্রয়োজন নেই। যারা সত্যিকার অর্থেই বঙ্গবন্ধুর কন্যা দলীয় সভানেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ভূমিকা রাখছেন, যারা মানুষের কল্যাণে নিজেকে উজাড় করে দেন, শুধু তারাই আওয়ামী লীগের রাজনীতিতে টিকে থাকবেন। গতকাল জামালপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

মির্জা আজম বলেন, আওয়ামী লীগ টানা তিন মেয়াদে রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব দিচ্ছে, যার ফলে বাংলাদেশ দুর্বার গতিতে উন্নয়নের মাইলফলকে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়ন অগ্রযাত্রায় ঈর্ষান্বিত হয়ে বিএনপি-জামায়াতের লোকজন নামসর্বস্ব সংগঠনে লীগ জুড়ে দিয়ে ঐতিহ্যবাহী আওয়ামী লীগ এবং সরকারের বদনাম করার চেষ্টায় লিপ্ত রয়েছে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।

জামালপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন, সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর