মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপনের সুযোগ শর্তমুক্ত রাখার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

মসজিদ, মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপনের সুযোগ শর্তমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন আলেমরা। গতকাল আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা থেকে এই আহ্বান জানানো হয়। সভায় আলেমরা বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে উত্থাপিত প্রস্তাবটি নতুন মসজিদ-মাদরাসা প্রতিষ্ঠার পথ চরমভাবে সংকুচিত করবে। এতে পবিত্র ইসলাম ধর্ম ও মুসলমানরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। ওলামা নেতৃবৃন্দ বলেন, প্রস্তাবটি মুসলিমসহ সব ধর্মানুসারীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে যা রাষ্ট্রীয় বিশৃঙ্খলা সৃষ্টির কারণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটাতে পারে।

কওমি মাদরাসাগুলো বন্ধ থাকার কারণে বহু এতিম-গরিব ছাত্র অনাহারে কষ্ট পাচ্ছে। বহু ছাত্র ঝরে যাচ্ছে। হেফজখানা ও মক্তবের ছাত্রদের কোরআন তেলাওয়াত, শেষ রাতের রোনাজারি, জিকির ও দোয়া সব বন্ধ। সভায় কওমি মাদরাসা অতিদ্রুত খুলে দিয়ে শিক্ষাজীবন ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষার অনুরোধ জানানো হয়। উপস্থিত ছিলেন মাওলানা নূরুল ইসলাম, মাওলানা মুফতি রুহুল আমীন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আবদুল হামীদ (মধুপুরের পীর) মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী, মাওলানা এনামুল হক, মাওলানা আবদুল বছীর প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর