মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বেসরকারিভাবে ১৭ লাখ টন চাল আমদানির অনুমতি

নিজস্ব প্রতিবেদক

চার শতাধিক প্রতিষ্ঠানকে কয়েক দফায় প্রায় ১৭ লাখ টন চাল আমদানির অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। সর্বশেষ গতকাল আরও ১ লাখ ১ হাজার টন সেদ্ধ ও আতপ চাল আমদানির জন্য ৭৯ প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে। কমানো শুল্কহারে চাল আমদানিতে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর আবেদনের শেষ দিনে এ অনুমতি দেওয়া হয়। বরাদ্দ পাওয়াদের আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে পুরো চাল বাংলাদেশে বাজারজাত করতে হবে। গতকাল খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খাদ্য মন্ত্রণালয়ের দাবি, এসব চাল বাজারে এলেই কমে যাবে চালের দাম। ইতিমধ্যে আমদানির চাল স্থলবন্দর দিয়ে দেশে আসতে শুরু করেছে। পাইকারি ও খুচরা বাজারে চালের দামও কমতে শুরু করেছে। খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, চাল আমদানির শর্তের মধ্যে রয়েছে- আমদানি করা চালে সর্বোচ্চ ৫ শতাংশ ভাঙা দানা থাকতে পারবে।

বরাদ্দ আদেশ জারির ১৫ দিনের মধ্যে এলসি বা ঋণপত্র খুলতে হবে এবং এ সংক্রান্ত তথ্য খাদ্য মন্ত্রণালয়কে তাৎক্ষণিকভাবে জানাতে হবে। চালের বাজার স্থিতিশীল রাখতে গত ১২ আগস্ট চাল আমদানির শুল্ক ৬২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করে এনবিআর। এ সুবিধা আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর