বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

বগুড়া-জামালপুর নৌপথে আট দিন পর সি-ট্রাক সচল

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া-জামালপুর নৌপথে আট দিন পর সি-ট্রাক চলাচল আবারও শুরু হয়েছে। গতকাল সকাল সোয়া ১০টার দিকে জামালপুরের মাদারগঞ্জ সংলগ্ন জামথল ফেরিঘাট থেকে ৭১ জন যাত্রী নিয়ে বগুড়ার সারিয়াকান্দি সদরের কালীতলা ঘাটের উদ্দেশে যাত্রা করে সি-ট্রাকটি। শহীদ আবদুর রউফ সেরনিয়াবাত নামের সি-ট্রাকটি পরিচালনা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। ইঞ্জিন বিকল হওয়ায় ২৩ আগস্ট থেকে বগুড়া-জামালপুর নৌপথে সি-ট্রাকের যমুনা নদী পাড়ি দেওয়া বন্ধ হয়ে যায়। বিআইডব্লিউটিসির চার্টার্ড ফেরি সেবার ইজারাদার জাহিদুর রহমান মঙ্গলবার সকালে জানান, এই সি-ট্রাকের ইঞ্জিন বিকল হওয়ায় যাত্রী পারাপার বন্ধ ছিল। পরে নারায়ণগঞ্জ ডকইয়ার্ড থেকে কারিগরি দল ও বিআইডব্লিউটিসির প্রকৌশলীরা এসে বিকল ইঞ্জিন মেরামত করেন। আট দিন পর গতকাল থেকে চলাচল শুরু হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর