শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

বাবা-মার পাশে চিরনিদ্রায় শায়িত এমপি স্বপন

সিরাজগঞ্জ প্রতিনিধি

বাবা-মার পাশে চিরনিদ্রায় শায়িত এমপি স্বপন

বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন। গতকাল বিকাল ৩টায় শাহজাদপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় এবং সাড়ে বিকাল ৩টায় শাহজাদপুর মখদুমিয়া জামে মসজিদে তৃতীয় জানাজা শেষে চুনিয়াখালি কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। এর আগে ভোরে তুরস্ক থেকে হাসিবুর রহমান স্বপনের মরদেহ ঢাকায় এসে পৌঁছায়। সকাল সাড়ে ৮টায় ঢাকার গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিনের পক্ষ থেকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বেলা সাড়ে ১১টার দিকে  হেলিকপ্টারে করে তাঁর মরদেহ পাবনার বেড়া আবদুল খালেক স্টেডিয়ামে আনা হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে তাঁর মরদেহ শাহজাদপুর দ্বারিয়াপুর মহল্লার নিজ বাড়ির সামনে স্বজনদের দেখানোর জন্য রাখা হয়। দুপুর ২টার দিকে শাহজাদপুর উচ্চ বিদ্যালয় মাঠে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ নেওয়া হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পুলিশ সুপার হাসিবুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আবদুুল লতিফ বিশ্বাস, জেলা আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, প্রয়াত হাসিবুর রহমান স্বপনের বড় মেয়ে শম্পা রহমান বক্তব্য রাখেন। জানাজা শেষে তাঁর মরদেহ চুনিয়াখালি শাহ মখদুমিয়া মসজিদে নেওয়া হলে সেখানে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর পর শাহ মখদুমিয়া কবরস্থানে বাবা-মার কবরের পাশে তাঁকে দাফন করা হয়। 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর সোয়া ৩টার দিকে মারা যান হাসিবুর রহমান স্বপন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর