শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
আইনজীবী শাহীন শাহ হত্যা

আট বছর ধরে বিচারের অপেক্ষায় পরিবার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

২৮ আগস্ট ২০১৩, দিনটি আর অন্যদিনের মতো ছিল না শ্যামলীর কাছে। তিনি যখন ঘরে, তখন বাড়ি থেকে কিছুটা দূরে ক্লাবের মোড়ে কুপিয়ে হত্যা করা হয় স্বামী শাহীন শাহকে। এখন চোখের জল আর স্বামী হত্যার বিচারের অপেক্ষার দিনগুলো সম্বল শ্যামলীর।   দীর্ঘ আট বছরেও বিচার হয়নি শিক্ষানবিস আইনজীবী শাহিন শাহ হত্যা মামলার। বিচারের রায়ের অপেক্ষায় দিন গুনছেন পরিবারের সদস্যরা। সাক্ষ্যপ্রমাণ শেষে রায়ের জন্য অপেক্ষায় এখন মামলাটি।  সিটি করপোরেশন নির্বাচনের বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত হন শাহিন শাহ। এখনো কাক্সিক্ষত বিচার না পেয়ে হতাশ বাদী। প্রকাশ্যে এই খুনের ঘটনায় শাহিন শাহর স্বজনরা আসামিদের সর্বোচ্চ শাস্তির অপেক্ষা করছেন। মামলার বাদী নাহিদ আক্তার নাহান বলেন, ‘আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, কিন্তু রায় ঘোষণার দিন বারবার পিছিয়ে যাওয়ার কারণে আমরা কিছুটা শঙ্কিত। আমরা ন্যায়বিচার চাই। দিনদুপুরে প্রকাশ্যে আমার ভাইকে হত্যা করা হয়েছিল।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলাম বলেন, এ মামলায় আদালতে সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন শেষ করেছেন। করোনা পরিস্থিতির কারণে এতদিন রায় হয়নি। তবে আগামী ৩০ সেপ্টেম্বর মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছে আদালত। ওই দিনে তারা প্রত্যাশিত রায় পাবেন। আসামিদের সর্বোচ্চ সাজা হবে বলেই তিনি আশাবাদী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর