শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

চট্টগ্রামে হোম হাসপাতালে ফ্রি হেলথ ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বাসায় গিয়ে চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘হোম হাসপাতাল’ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেছে। প্রতি মাসে ফ্রি হেলথ ক্যাম্পের অংশ হিসেবে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল নগরীর সরাইপাড়া এলাকায় শতাধিক রোগীকে সেবা প্রদান করেছে হোম হাসপাতাল। হেলথ ক্যাম্পে সহায়তা করে স্বেচ্ছাসেবী সংগঠন স্পৃহা। জানুয়ারি থেকে শুরু হয়ে এখন পর্যন্ত ছয়টি হেলথ ক্যাম্প করেছে হোম হাসপাতাল। রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়। হোম হাসপাতালের উদ্যোক্তা ও নির্বাহী প্রধান ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, অসহায় দুস্থ গরিব মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে। একই সঙ্গে ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগে জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার মতো কাজ করছে হোম হাসপাতাল। গতকালের চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন ডা. সৈকত, নার্স শারমিন, সৈকত বাবলা, ফারুক চৌধুরী ফয়সাল।

সহযোগিতা করে রোটারি ক্লাব অব চিটাগং প্রাইম, চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ও এলবিয়ন গ্রুপ। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমিন, স্পৃহার সভাপতি আজাদ শুভ, সাধারণ সম্পাদক কাইছার সৌরভ, রোটারি ক্লাব অব চিটাগাং প্রাইমের সভাপতি হেলালুদ্দীন, মহাসচিব মুজাহিদুল ইসলাম রানা, যুগ্ম মহাসচিব অজয় কর, পরিচালক আবু আরিফ, জামাল উদ্দিন, নির্ঝর বড়ুয়া ও তমাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর