শিরোনাম
শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

এক দিনে হাসপাতালে ২৫৫ ডেঙ্গু রোগী ভর্তি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে আরও ২৫৫ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ২৩৩ জন ঢাকায় ও ২২ জন ঢাকার বাইরের হাসপাতালে। এ নিয়ে বর্তমানে দেশের হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগী ১ হাজার ২৫৭ জন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যানসূত্রে এসব তথ্য জানা গেছে। অধিদফতরের তথ্যানুযায়ী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মোট রোগীর মধ্যে ঢাকার হাসপাতালে ১ হাজার ১২০ এবং ঢাকার বাইরে ১৩৭ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত রাজধানীসহ সারা দেশে সর্বমোট ১১ হাজার ২৩৬ জন ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হন। তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৯২৭ জন। চলতি বছর জানুয়ারিতে ৩২, ফেব্রুয়ারিতে ৯, মার্চে ১৩, এপ্রিলে ৩, মেতে ৪৩, জুনে ২৭২, জুলাইয়ে ২ হাজার ২৮৬, আগস্টে ৭ হাজার ৬৯৮ এবং ৩ সেপ্টেম্বর পর্যন্ত ৮৮০ জন ভর্তি হন। স্বাস্থ্য অধিদফতরসূত্রে জানা গেছে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে জুলাইয়ে ১২, আগস্টে ৩৩ ও ৩ সেপ্টেম্বর পর্যন্ত চারজনের মৃত্যু হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর