রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

চিরচেনা রূপে কুয়াকাটা

সঞ্জয় দাস লিটু, পটুয়াখালী

চিরচেনা রূপে কুয়াকাটা

সাগরকন্যাখ্যাত কুয়াকাটা সমুদ্রসৈকত পর্যটকের  কোলাহলে মুখরিত হয়ে উঠেছে। করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে এই সৈকত। এরপরই চিরচেনা রূপ ফিরে পেয়েছে কুয়াকাটা। গতকাল সরেজমিনে দেখা গেছে, সৈকতে ঢল নেমেছে ভ্রমণ পিপাসুদের। উপচে পড়া ভিড়ে মিলন মেলায় রূপ নিয়েছে সৈকত। পর্যটকদের স্বাস্থ্যবিধি মানতে ট্যুরিস্ট পুলিশ ও থানা পুলিশসহ কলাপাড়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের টিমকে মাঠে কাজ করতে দেখা গেছে। পর্যটন ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, মহামারী করোনাভাইরাসের কারণে কয়েক মাস পর্যটকশূন্য ছিল সূর্যোদয়-সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে আবাসিক হোটেল- মোটেলসহ সব ব্যবসা প্রতিষ্ঠান। দেখা গেছে, সৈকতে পসরা সাজিয়ে বিকিকিনি করছেন ব্যবসায়ীরা। মোটরবাইকে চেপে পর্যটন কেন্দ্রের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখছেন ভ্রমণ পিপাসুরা। পিকনিক পার্টিতে মেতেছেন অনেকে। ভালো বেচা বিক্রি হচ্ছে খাবার হোটেল, শামুক ঝিনুকের দোকান, আচার, বার্মিজ সামগ্রীর দোকানগুলোয়। সব মিলিয়ে ব্যবসায়ীরা খুশি। কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোশিয়েশনের সাধারণ সম্পাদক ও কুয়াকাটা গেস্ট হাউসের স্বত্বাধিকারী আবদুল মোতালেব শরীফ জানান, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী স্বাস্থবিধি মেনেই পর্যটকদের রাখা হচ্ছে। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবদুল খালেক জানান, স্বাস্থ্যবিধি মানতে মাইকিংসহ বিভিন্নভাবে সবাইকে সতর্ক করা হচ্ছে। কুয়াকাটা বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক বলেন, আমাদের ভ্রাম্যমাণ আদালতের টিম কাজ করছে। স্বাস্থ্যবিধি মানাসহ পর্যটকদের সার্বিক নিরাপত্তার বিষয়ে সবাই একযোগে কাজ করছেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর