রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

পাঁচ বছর পর সেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে পাঁচ বছর পর বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। ২০১৬ সালের পর সম্প্রতি প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে দেশের একমাত্র উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ৮০১ থেকে ১ হাজারের মধ্যে স্থান করে নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। এর আগে ২০১৬ সালে এ র‌্যাঙ্কিংয়ে ঢাবির অবস্থান ছিল ৬০১ থেকে ৮০০-এর মধ্যে। এরপর ২০১৭ সালের র‌্যাঙ্কিংয়ে জায়গা হয়নি দেশের কোনো বিশ্ববিদ্যালয়ের। ২০১৮ সালের র‌্যাঙ্কিংয়ে ঢাবি ১ হাজারেরও পর চলে যায়। এরপর ২০১৯, ২০২০ ও ২০২১ সালেও বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় সেরা ১ হাজারে স্থান পায়নি। এ বছর র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১০০১-১২০০ মধ্যে। আর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ১২০০-এর পরে। অন্যদিকে তালিকায় থাকলেও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের কোনো ক্রম উল্লেখ করা হয়নি। র‌্যাঙ্কিংয়ে পাঁচ বছর ধরে শীর্ষ অবস্থান ধরে রেখেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর