রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

নিয়ন্ত্রণ নয়, এখন প্রয়োজন তামাক নির্মূল আইন

ওয়েবিনারে অভিমত

‘কভিড-১৯ ও শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইনের প্রয়োজনীয়তা : বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এক ওয়েবিনারে আলোচকরা বলেছেন, দেশে তামাক নিয়ন্ত্রণ নয়, এখন প্রয়োজন তামাক নির্মূল আইন। গতকাল এ ওয়েবিনারের আয়োজন করে তামাকবিরোধী দুটি সংগঠন প্রজ্ঞা ও আত্মা।

নাদিরা কিরণের সঞ্চালনায় এতে অংশ নেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী, অভিনেতা আবুল হায়াত, অর্থনীতিবিদ এবং জাতীয় তামাকবিরোধী মঞ্চের আহ্বায়ক অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী ও অতিরিক্ত সচিব হোসেন আলী খোন্দকার, টিভি টুডের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, প্রথম আলোর সহযোগী সম্পাদক আবদুল কাইয়ুম, নিউজ টোয়েন্টিফোরের প্রধান বার্তা সম্পাদক শাহনাজ মুন্নী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল প্রফেশনাল অফিসার ডা. সৈয়দ মাহফুজুল হক প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর