শিরোনাম
রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

নবজাতক-প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিক কর্তৃপক্ষের শাস্তি দাবি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগরীর একটি ক্লিনিকে নবজাতক শিশু ও প্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসকসহ সংশ্লিষ্টদের শাস্তি দাবি করেছে ভুক্তভোগীর পরিবার। গতকাল সকালে নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। অবহেলায় নবজাতক সন্তান ও মায়ের মৃত্যু হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

গত ১১ জুন নগরীর লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত মাইক্রোপ্যাথ ক্লিনিকে সুখী বেগম (৩৫) নামের ওই নারী মারা যান। সুখীর মৃত্যুর আগে তার নবজাতক শিশুটিও মারা যায়। সুখী বেগমের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলায়। মা ও নবজাতকের মৃত্যুর পর রোগীর স্বজনদের ভয়ভীতি দেখিয়ে ‘কোনো অভিযোগ নেই’ লেখা একটি স্বাক্ষর করিয়ে নিয়ে লাশ দ্রুত বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পরে ১৫ জুলাই অবহেলায় মৃত্যুর অভিযোগ তুলে মারা যাওয়া সুখী খাতুনের ছোট ভাই মিজানুর রহমান আদালতে মামলা করেন। এতে ক্লিনিকের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. শারমীন সেলিনা সুলতানা, অ্যানেসথেসিয়ালজিস্ট ডা. রাশিদুল ইসলাম, ক্লিনিকের ব্যবস্থাপক বুলবুল, ওটি বয় মামুন এবং দালাল আবদুল খালেককে আসামি করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর