রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

অপরিকল্পিত প্রকল্প উন্নয়ন বাধাগ্রস্ত করে : এলজিআরডি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, অপরিকল্পিত প্রকল্প উন্নয়ন বাধাগ্রস্ত করে। পরিকল্পনা ও পর্যাপ্ত যাচাই-বাছাই করে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে।

গতকাল রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের প্রকল্প ব্যবস্থাপনা ও জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ জয়নুল বারী। এ ছাড়া এলজিইডি, ডিপিএইচই, সব সিটি করপোরেশন, ওয়াসাসহ স্থানীয় সরকার বিভাগের অধীন প্রতিষ্ঠানের প্রধান/প্রতিনিধি এবং চলমান প্রকল্পসমূহের প্রকল্প পরিচালকরা সভায় উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, অপরিকল্পিতভাবে প্রকল্প নিয়ে অবকাঠামোসহ যে কোনো উন্নয়ন কাজ করলে যেমন তা টেকসই হয় না, তেমন উন্নয়নের সুফল মানুষের কাছে পৌঁছানো যায় না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর