রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
প্রকল্প পরিচালকদের প্রতি মন্ত্রিপরিষদ সচিব

হারাম খেলে নামাজ হবে না চুরি করলে ছাড় নয়

নিজস্ব প্রতিবেদক

সরকারি কর্মকর্তাদের আয়নার সামনে দাঁড়িয়ে আত্মসমালোচনার পরামর্শ দিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, ‘হারাম কিছু খেলে নামাজ হবে না। ঘুষ খেলেও নামাজ হবে না। অনেক বেতন বাড়ানোর পরও চুরি করে ধরা পড়লে সরাসরি অ্যাকশন নেওয়া হবে।’ গতকাল রাজধানীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) ভবনে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের প্রকল্প ব্যবস্থাপনা ও জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নবিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম ও মন্ত্রণালয়ের সচিবসহ এলজিইডির ৭৬ জন প্রকল্প পরিচালক উপস্থিত ছিলেন। প্রকল্প পরিচালকদের উদ্দেশে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমাদের ধর্মে স্পষ্ট উল্লেখ আছে, হারাম খেলে নামাজ হবে না। শুধু তা-ই নয়, হারাম টাকায় কেনা কোনো পোশাক যদি অন্য পোশাক স্পর্শ করে, তবে নাপাক হয়ে যাবে। প্রতিদিন আয়নার সামনে দাঁড়ান, সারা দিন কী কাজ করলেন নিজেকে প্রশ্ন করুন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর