সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

পুলিশের দুই এসআইকে তদন্তকাজ থেকে বিরত রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

দুই মামলায় মাদকের পরিমাণ নিয়ে তথ্যে অসঙ্গতি থাকায় আশুলিয়া থানা পুলিশের দুই উপ-পরিদর্শককে (এসআই) এক বছরের জন্য যে কোনো তদন্তকাজ থেকে বিরত রাখতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। তারা হলেন- আশুলিয়া থানার সাবেক উপ-পরিদর্শক (এসআই) মো. মিরাজ হোসেন এবং বর্তমান উপ-পরিদর্শক (এসআই) ফজর আলী। মো. মিরাজ হোসেন বর্তমানে শরীয়তপুরের সখীপুর থানায় আছেন। গতকাল দুই আসামির জামিন শুনানির ধারাবাহিকতায় বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আইনজীবীরা জানান, প্রথম মামলার আসামি শাহীন। আশুলিয়া থানার সাবেক উপ-পরিদর্শক (এসআই) মো. মিরাজ হোসেন তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এ মামলার তদন্ত কর্মকর্তা কায়সার হামিদ। দ্বিতীয় মামলার আসামি আলমগীর ভূঁইয়া। তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফজর আলী। এ মামলার তদন্ত কর্মকর্তা আবদুল জলিল। আসামি শাহীন ও আলমগীর ভূঁইয়া নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হলে হাই কোর্টে জামিনের আবেদন করেন। গত ১২ আগস্ট জামিন শুনানিতে মাদক উদ্ধারের তথ্যে অসঙ্গতির বিষয়টি হাই কোর্টের নজরে আসে। পরে হাই কোর্ট দুই পুলিশ উপ-পরিদর্শককে তলব করে।

সেই তলবে গতকাল তারা আদালতে হাজির হয়েছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর