সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

চার জঙ্গির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে র‌্যাবের হাতে আটক চার জঙ্গির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। শনিবার রাতে কোতোয়ালি মডেল থানায় র‌্যাবের সুবেদার আনোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি করেন। সেই সঙ্গে আটক চার জঙ্গিকে থানায় হস্তান্তর করা হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মো. শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, রিমান্ড আবেদন জানিয়ে রবিবার বিকালে ১০ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে তোলা হয়। বর্তমানে তারা জেলহাজতে আছে। এর আগে শনিবার ভোরে ময়মনসিংহ নগরীর খাগডহর এলাকায় অভিযান চালিয়ে জুলহাস উদ্দিন কাদেরী ওরফে মেহেদী, আলাল ওরফে ইসহাক, মোহাম্মদ রোবায়েদ আলম এবং আবু আইয়ুব ওরফে খালিদ নামের চার জঙ্গিকে আটক করে র‌্যাব-১৪। এ সময় জঙ্গিরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। আত্মরর্ক্ষাথে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলি শেষে অস্ত্র ও গোলাবারুদসহ চার জঙ্গিকে আটক করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে অস্ত্রসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর