শিরোনাম
মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

নবম বেতন কমিশন গঠনসহ পাঁচ দফা দাবি সরকারি কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক

অবিলম্বে নবম বেতন কমিশন গঠন এবং ৪০ শতাংশ মহার্ঘভাতা প্রদানসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। সংগঠনের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গতকাল রাজধানীর পল্টনের ফেনী সমিতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় পরিষদের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ ৩৩ বছরের ইতিহাসের আলোকে গণকর্মচারীদের দাবি তুলে ধরেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন।  নোমানুজ্জামান আল আজাদ বলেন, বেতন বৈষম্য কমাতে বার্ষিক ইনক্রিমেন্ট ২০ শতাংশ নির্ধারণ, সচিবালয়ের মতো সমকাজে সমমর্যাদা ও পদবি পরিবর্তন, ন্যায্যমূল্যে রেশন প্রথা চালু, টাইমস্কেল, সিলেকশন গ্রেড পুনর্বহাল, আগের মতো শতভাগ পেনশন প্রদানসহ পেনশন গ্রাচ্যুইটি ১ টাকায় ৫০০ টাকা নির্ধারণ এখন সময়ের দাবি। সভায় দাবি আদায়ে আগামী ৩ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানোর কর্মসূচি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কমরেড কামরুল আহসান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর