মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

ফায়ার সার্ভিসের ১০৭ কর্মকর্তার পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক

ফায়ার সার্ভিসের ১০৭ জন স্টেশন অফিসার ও সমমান পদের কর্মকর্তা ওয়্যারহাউজ ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন। গতকাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সম্মেলন কক্ষে পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ঢাকায় কর্মরতদের র‌্যাংকব্যাজ পরিয়ে দেন সংস্থার মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন। গতকাল দুপুরে ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) শাহজাহান শিকদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেন, পদোন্নতি শুধু মর্যাদা আর র‌্যাংক বৃদ্ধি করে না, এর মাধ্যমে দায়িত্বও বাড়ে। আমি আশা করব, সবাই তাদের বর্ধিত দায়িত্ব সততা ও স্বচ্ছতার সঙ্গে যথাযথভাবে পালনের মাধ্যমে তাদের পদোন্নতির প্রতিদান দেবেন। অগ্নি দুর্ঘটনার ফোন পেলেই ফায়ার সার্ভিস যেমন সেবার জন্য ঝাঁপিয়ে পড়ে, ফায়ার সার্ভিসের প্রতিটি সেবার ক্ষেত্রেই এ নীতিমালা বাস্তবায়নের বিষয়ে পদোন্নতিপ্রাপ্তরা সচেষ্ট হবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর