মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
আদালতে অভিযোগপত্র

খুলনায় নুরুন্নাহার হত্যাকান্ড অবৈধ সম্পর্কের জেরে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার লবণচরায় অবৈধ সম্পর্কের জেরে তরুণী নুরুন্নাহার হত্যার ঘটনা ঘটে বলে উল্লেখ করেছে খুলনা সিআইডি। মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সিআইডির পরিদর্শক মাহমুদা খাতুন গতকাল জানান, এ ঘটনায় জামাল হাওলাদার ও ফারুক নামে দুজনকে অভিযুক্ত করে রবিবার আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়েছে। একই সঙ্গে ফারুকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আলাদা অভিযোগপত্র দেওয়া হয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী, ২০২০ সালের ২২ নভেম্বর রাতে নুরুন্নাহারকে হত্যা করে মরদেহ লবণচরার খোলাবাড়িয়ায় ফেলে রাখা হয়। সিআইডি পরিদর্শক মাহমুদা খাতুন জানান, পূর্ব পরিচয়ের সূত্র ধরে নুরুন্নাহারের সঙ্গে খুলনা নিউমার্কেট এলাকার জামাল হাওলাদারের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

কিন্তু এক সময় সম্পর্কে ফাটল ধরলে নুরুন্নাহার বিভিন্ন সময় টাকা দাবি করে জামালকে ব্লাকমেল করতে থাকেন। এর ফলে নুরুন্নাহারকে হত্যার পরিকল্পনা করেন জামাল। এ কাজে সহায়তা করার জন্য ফারুক নামের এক ব্যক্তির সঙ্গে টাকার চুক্তি করেন জামাল। পরিকল্পনা অনুযায়ী ঘটনার রাতে জামাল ফোন করে নুরুন্নাহারকে বটিয়াঘাটার ছাচিবুনিয়া এলাকায় নিয়ে যান। সেখানে জুসের সঙ্গে ঘুমের ওষুধ দিয়ে অজ্ঞান করে নুরুন্নাহারকে ধর্ষণ করেন ফারুক। পরে নুরুন্নাহারকে হত্যা করে মরদেহ লবণচরায় সড়কের পাশে ফেলে দেওয়া হয়। পরের দিন ২৩ নভেম্বর লবণচরা থানায় মামলা হয়। কিন্তু পুলিশ প্রাথমিক তদন্তে হত্যার কারণ উদঘাটনে ব্যর্থ হয়। পরে সিআইডির তদন্তে গ্রেফতার হওয়া জামাল ও ফারুককে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। এ ঘটনায় দুজনেই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর