বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

রাজশাহীতে ইউপি নির্বাচনে দলীয় প্রতীক পেতে দৌড়ঝাঁপ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে রাজশাহীর ৯টি উপজেলায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা না করলেও আগাম প্রস্তুতি হিসেবে ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় প্রতীক নৌকা পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন আগ্রহীরা। অনেকেই ঢাকায় গিয়ে দলের হাইকমান্ড ও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণের জন্য নানা তদবির সুপারিশ শুরু করেছেন। অন্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা এলাকায় নীরবে প্রচারণা চালাচ্ছেন। রাজশাহীর ৯টি উপজেলায় ৭২টি ইউনিয়ন পরিষদ আছে। পবা উপজেলার ৮টি ইউনিয়নে জমে উঠেছে ভোটারদের মধ্যে নির্বাচনী আলোচনা। কে মনোনয়ন পাচ্ছেন আর কে পাচ্ছেন না-এসব নিয়ে চলছে নানা বিশ্লেষণ। পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী বলেন, দলের জন্য ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে।

পাশাপাশি ব্যক্তি ইমেজসহ মাঠের রাজনীতিতে জনসম্পৃক্ততা দেখা হবে। জনবিচ্ছিন্ন কাউকে মনোনয়ন সুপারিশ করা হবে না।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা বলেন, স্থানীয় সরকার নির্বাচন হলেও যোগ্যরা যাতে মনোনয়ন পান, সেজন্য ভেবে-চিন্তে মনোনয়নের জন্য কেন্দ্রে সুপারিশ করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর