বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

শিল্পীদের সম্মান রক্ষায় প্রতিবাদী সমাবেশ

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পীদের সম্মান রক্ষায় প্রতিবাদী সমাবেশ

সম্প্রতি শিল্পীদের সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করেছে শিল্পীর পাশে একটি সামাজিক আন্দোলন নামের সংগঠন। পরীমনি ইস্যুসহ সব শিল্পীর সম্মান ও মর্যাদা রক্ষায় অনুষ্ঠিত এ আয়োজন সাজানো হয় কথামালা, গান, কবিতা, চিত্রাঙ্কন ও পথনাটক দিয়ে। গতকাল বিকালে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত হয় ‘শিল্পীর প্রতি সকল প্রকার অন্যায় আচরণ বন্ধের দাবি’ শিরোনামের এ অনুষ্ঠান। এতে শিল্পীদের মর্যাদা ও সম্মান রক্ষার নানা বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, অভিনেতা মোহাম্মদ বারী, আকরাম খান, আলী হায়দার, অরূপ রাহি, আবু সাঈদ। মামুনুর রশীদ বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যুক্তিসঙ্গত। অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করতে গিয়ে এ সমাবেশে সঙ্গে যুক্ত হয়েছি। বাংলাদেশের সব স্বাধিকার আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছে সংস্কৃতিকর্মীরা ও শিল্পীরা।

আলোচনার ফাঁকে ফাঁকে প্রতিবাদী এ সাংস্কৃতিক সমাবেশে সংগীত পরিবেশন করেন শতাব্দী ভব, শারমিন ইতি, সর্বনাম, সমগীত, অরূপ রাহি, শায়ান প্রমুখ। একক কবিতা আবৃত্তি করেন টুকু মজনিউল, অনন্যা লাবনী পুতুল, বিপ্লব মজুমদার, ইশারত জাহান ঊর্মি। নৃত্য পরিবেশন করেন নাটকের দল ‘থিয়েটার-৫২’ ও রুমঝুম নৃত্যালয়ের পক্ষে কাজী রায়হান। ছবি আঁকেন শারমিন ইতি। পথনাটক পরিবেশন করে থিয়েটার-৫২, প্রাচ্যনাট ও বটতলা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর