বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

বেশির ভাগ শেয়ারের দর ও সূচক ঊর্ধ্বমুখী

নিজস্ব প্রতিবেদক

বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি অব্যাহত থাকায় গতকাল সপ্তাহের তৃতীয় দিনেও শেয়ারবাজারে সূচক বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স প্রথমবারের মতো সাত হাজার ১০০ পয়েন্ট ছাড়িয়েছে। সূচক বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনে। 

ডিএসইতে দিনের লেনদেনে অংশ নেওয়া  বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বাড়লেও  লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। ১৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। দাম কমেছে ১৬৭টির। ৩০টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬৫ পয়েন্ট বেড়ে ৭ হাজার ১৪০ পয়েন্টে উঠে এসেছে।  লেনদেন হয়েছে দুই হাজার ৮৬৬ কোটি ১৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় দুই হাজার ৯০১ কোটি ৫২ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৩৫ কোটি ৩৬ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে  বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ১৩২  কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪ টাকা ২০ পয়সা কমে ১১৫ টাকা ৬০ পয়সা দর হয়েছে লেনদেন শেষে। দ্বিতীয় স্থানে থাকা ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১২২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৭৫ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সামিট পাওয়ার। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৩৪ পয়েন্ট। বাজারটিতে  লেনদেন হয়েছে ১০৪ কোটি ১৬ লাখ টাকা।  লেনদেনে অংশ নেওয়া ৩২৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৫২টির এবং ৩৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর