বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

মেজর সিনহা হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ অব্যাহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে গতকাল সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় ৫ নং সাক্ষী হাফেজ মোহাম্মদ আমিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা করা হয়। বিচারক মোহাম্মদ ইসমাইলের আদালতে সকাল সোয়া ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা সাক্ষ্য গ্রহণ ও জেরা চলে। এদিকে মেজর সিনহা হত্যা মামলার আসামি বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশকে কারাবিধি অনুযায়ী সব সুযোগ-সুবিধা দেওয়ার আদেশ দিয়েছে আদালত। মামলার সাক্ষ্য গ্রহণের সময় প্রদীপের আইনজীবী অ্যাডভোকেট রানা দাশ গুপ্তের ডিভিশন চেয়ে আবেদনের প্রেক্ষিতে  আদালত এ আদেশ দেয়। আসামি পক্ষের আইনজীবী রানা দাশ গুপ্ত জানান, সাক্ষী হাফেজ মোহাম্মদ আমিন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। এই সাক্ষী দেখেছেন বলে আদালতকে যে তথ্য দিয়েছেন তা সঠিক নয়।

কারণ, তিনি যে মসজিদে চাকরি করেন সেই মসজিদের পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকের নামও জানেন না। সুতরাং তার সাক্ষ্য দেওয়ার আইনগত কোনো অধিকার নেই।’

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর জানান, হাফেজ মোহাম্মদ আমিন রোহিঙ্গা নাগরিক নন, তিনি প্রকৃতপক্ষে বাংলাদেশি। তিনি যে মসজিদে চাকরি করেন, সেই মসজিদে কোনো কমিটি নেই। তাই, মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম জানার প্রশ্নই ওঠে না।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, মামলার ৫নং সাক্ষী হাফেজ মোহাম্মদ আমিন মেজর সিনহা হত্যাকান্ডের সব ঘটনা ও দৃশ্য নিজ চোখে দেখেছেন। কারণ, সেদিন মাগরিবের নামাজের পর তিনি মসজিদের ছাদে উঠেছিলেন  ঈদুল আজহার নামাজের ঘোষণা শোনার জন্য।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর