বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

আট বছরের এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি করার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন- সবুজ হোসেন ও মজিবুর রহমান। সোমবার রাজধানীর পাইকপাড়ার একটি বাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এ সময় ম্যাংগো ফ্রুট ড্রিংক জুসের খালি বোতল এবং জলিয়াম নামে ৩টি ওষুধের খোসা জব্দ করা হয়েছে। গতকাল মিরপুর মডেল থানার ওসি মোস্তাজিরুর রহমান এ বিষয়ে জানান, রবিবার রাতে পাইকপাড়া এলাকায় বাসার সামনের একটি দোকানে খাবার কিনতে যায় শিশুটি।

এরপর শিশুটি বাসায় ফিরে না যাওয়ায় তার আত্মীয়-স্বজন তাকে খোঁজাখোঁজি শুরু করেন। অভিযোগ পেয়ে পাইকপাড়া এলাকায় অভিযান শুরু করে পুলিশ। একটি বাসার রুম বন্ধ দেখলে পুলিশের সন্দেহ হয়। বন্ধ রুমটির দরজা খোলার কথা বললে ভিতর থেকে কারোর কোনো সাড়া শব্দ মিলেনি। এক পর্যায়ে রুমটির দরজা ভেঙে ভিতরে প্রবেশ করা হয়। বন্ধ রুমটির একটি খাটের নিচ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই অভিযুক্ত সবুজ ও মজিবুরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন- মুক্তিপণ আদায়ের জন্য শিশুটিকে অপহরণ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর