বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
কুমিল্লা-৭ উপনির্বাচন

আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন আটজন

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপনির্বাচনের জন্য আওয়ামী লীগের দলীয় প্রতীক পেতে গতকাল পর্যন্ত আটজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান মনোনয়ন ফরম বিক্রির বিষয়টি নিশ্চিত করেছেন।  নির্বাচন কমিশন ঘোষিত কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনের জন্য আওয়ামী লীগ গত ৪ সেপ্টেম্বর থেকে গতকাল পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করছিল। গতকাল পর্যন্ত আটজন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তারা হলেন, কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, অধ্যাপক আলী আশরাফের ছেলে ও চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুনতাকিম আশরাফ, কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সহিদ উল্লাহ, কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের সদস্য মো. জাকির হোসন ও নাজনীন আক্তার, চান্দিনা উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মো. শাহজালাল মিয়া ও সাবেক ছাত্রলীগ নেতা মো. মজিবুর রহমান।

 ঘোষিত তফসিল অনুযায়ী এ আসনে মনোনয়ন দাখিল ১৩ সেপ্টেম্বর, মনোনয়ন বাছাই পরদিন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২০ সেপ্টেম্বর এবং ভোট গ্রহণ ৭ অক্টোবর। আওয়ামী লীগ নেতা অধ্যাপক আলী আশরাফ গত ৩০ জুলাই মারা গেলে এ আসনটি শূন্য হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর