বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সুশাসন নিশ্চিত করতে হবে

নিজস্ব প্রতিবেদক

সুশাসন নিশ্চিত করতে হবে

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, সুশাসন নিশ্চিত করতে হবে। সুশাসন নিশ্চিত করাই জাতীয় পার্টির মূল রাজনীতি। মৌলিক ও মানবাধিকারের প্রশ্নে জাতীয় পার্টি কখনোই আপস করবে না। গতকাল পার্টির বনানী কার্যালয় মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। জি এম কাদের আরও বলেন, গণমানুষের আস্থা ও ভালোবাসা নিয়েই জাতীয় পার্টি আগামী দিনে পল্লীবন্ধুর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়বে।

 তিনি বলেন, প্রমাণ হয়েছে অওয়ামী লীগ ও বিএনপির চেয়ে জাতীয় পার্টির শাসনামলে দেশের মানুষ অনেক বেশি অধিকার ভোগ করেছেন। সাধারণ মানুষ এখনো বলছে, এরশাদের আমলেই তারা ভালো ছিলেন। আবারও দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। তাই, তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। পার্টির কো-চেয়ারম্যান ও মহিলা পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট সালমা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন শামীম হায়দার পাটোয়ারী, রেজাউল ইসলাম ভূইয়া, হেনা খান পন্নি।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর