শিরোনাম
বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সাবেক এমপি জেবুন্নেছার নামে ফেসবুক আইডি খুলে চাঁদা দাবির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সদর আসনের সাবেক এমপি ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জেবুন্নেছা আফরোজের নামে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে বিভিন্ন স্থানে চাঁদা দাবি করা হচ্ছে। শুভাকাক্সক্ষী ও স্বজনদের কাছ থেকে এ ধরনের তথ্য পেয়ে তিনি মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থানায় সাধারণ ডায়রি করেছেন। নিজের ফেসবুক ওয়ালে গতকাল এ-সংক্রান্ত একটি পোস্ট দিয়ে আর্থিক লেনদেন না করতে সবাইকে সতর্ক করেছেন বরিশাল সিটির সাবেক মেয়র শওকত হোসেন হিরণের এই সহধর্মিণী। পোস্টে তিনি উল্লেখ করেন, বেশ কিছু দিন যাবৎ কে বা কারা তার ছবি ও নাম ব্যবহার করে ফেসবুকে আইডি খুলে আত্মীয়স্বজন, নেতা-কর্মী, চেনা-অচেনা মানুষের কাছে টাকা চাওয়া হচ্ছে। শুধু তাই নয়, এ ধরনের ফেক আইডি দিয়ে কোনোরকম অপকর্ম ঘটাতে পারে যা নিয়ে তিনি শঙ্কিত। জানতে চাইলে জেবুন্নেছা আফরোজ বলেন, পরিচিত-অপরিচিতদের কাছে ৬০০ থেকে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে।

পুলিশের সাইবার ক্রাইম বিভাগ বিষয়টি দেখার প্রতিশ্রুতি দিয়েছে। গুলশান থানা জিডির তদন্ত শুরু করেছে। বিভ্রান্তি অচিরেই দূর হয়ে যাবে বলে আশা করেন জেবুন্নেছা আফরোজ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর