বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সাক্ষরতা কর্মসূচির অর্থ লোপাটের অভিযোগ আনলেন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, শুধু অনুষ্ঠান করে ঢাকঢোল পিটিয়ে সরকারের টাকা নষ্ট করে লাভ নেই। যার যা কাজ তিনি তা করবেন। সরকার নানা উদ্যোগ দিয়েছে ঝরে পড়া রোধ করতে। ঝরে পড়ার তালিকায় অন্যদের নাম ঢুকিয়ে টাকা তুলে নেওয়া হচ্ছে। তাহলে কী হবে এ কর্মসূচির? টাকা নষ্ট করে কাজ না করলে উন্নত জাতি গড়া সম্ভব না। গতকাল রাজধানীর মিরপুরে স্বাক্ষরতা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

জাকির হোসেন বলেন, ঝরে পড়ার সংখ্যা বাড়িয়ে অনৈতিকভাবে সরকারি অর্থ ভাগাভাগি করে নিচ্ছেন। বিশেষজ্ঞরা বলেন, অনেক শিক্ষার্থী ঝরে পড়ছে। আমাদের বক্তব্য হচ্ছে শিক্ষার্থী ঝরে পড়লেও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে ঝরে পড়াদের ফিরিয়ে আনা হবে।

তিনি বলেন, করোনা মহামারীর মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষকদের এক দিনের বেতনও বন্ধ করা হয়নি, বেতন কাটাও হয়নি। দায়িত্ব পালনে শিক্ষকদের অনেকের গাফিলতি আছে, এটি বাদ দিতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর