শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

চট্টগ্রামে ছয় ফার্মেসিকে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬টি ফার্মেসিকে ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান। অভিযানে সহায়তা করেন র‌্যাব-৭ এর মেজর মেহেদী হাসান ও তার টিম এবং ওষুধ প্রশাসন অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সালমা সিদ্দিকা। জানা যায়, নগরের দেওয়ানহাট এলাকার নিহা ড্রাগ হাউজকে ২০ হাজার টাকা, শতমূল বনাজী চিকিৎসালয়কে ২৫ হাজার টাকা, জুবিলি রোডের নোবেল মেডিকেল হলকে ৫০ হাজার টাকা, চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রধান গেইটের সামনে ফাতেমা ফার্মেসি অ্যান্ড সার্জিক্যালকে ২০ হাজার টাকা, গাজী ফার্মেসি অ্যান্ড সার্জিক্যালকে ৩০ হাজার টাকা এবং রাবেয়া ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ড্রাগ আইন ১৯৪০ এর ১৮ ধারায় শর্ত মতে, ড্রাগ লাইসেন্স না থাকা, ফার্মাসিস্ট উপস্থিতি না থাকা, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি ও মজুদ, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণসহ নানা অভিযোগে ফার্মেসিগুলোকে জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান বলেন, ড্রাগ আইন ১৯৪০ এর ১৮ ধারায় বর্ণিত শর্ত ভঙ্গ করার অপরাধে নগরের ৬টি ওষুধের দোকানে অভিযান পরিচালনা করে ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর