শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

বরিশাল মহানগর বিএনপির নেতৃত্ব পেতে দৌড়ঝাঁপ

নিষ্ক্রিয়দের কমিটিতে স্থান না দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রায় আট বছরের পুরনো বরিশাল মহানগর বিএনপির কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হচ্ছে শিগগিরই। বিগত দিনে দলীয় কর্মকাে  নিষ্ক্রিয় ও সুবিধাভোগীদের কমিটিতে জায়গা না দেওয়ার পাশাপাশি দলের জন্য নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতাদের হাতে দায়িত্ব তুলে দেওয়ার দাবি স্থানীয় নেতাদের। কমিটির সম্ভাব্য আহ্‌বায়ক হিসেবে আলোচনায় আছেন মহানগর কমিটির বর্তমান সভাপতি সাবেক মেয়র ও সাবেক এমপি মজিবর রহমান সরোয়ার, সাবেক মেয়র আহসান হাবিব কামাল, দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি বিলকিস জাহান শিরিন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্‌বায়ক আলী হায়দার বাবুল এবং বর্তমান সহসভাপতি মনিরুজ্জামান ফারুক। অপরদিকে কমিটির সম্ভাব্য সদস্য সচিব হিসেবে আলোচনায় আছেন মহানগর কমিটির বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন শিকদার জিয়া, সহসভাপতি মহসিন মন্টু এবং মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীম। মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্‌বায়ক আলী হায়দার বাবুল বলেন, ক্ষমতা পেয়েও তারা দলের সফঙ্গ বেইমানি করেননি। সাবেক ছাত্রনেতা এবং দলের জন্য যারা কষ্ট করেছেন তাদের মধ্য থেকে নতুন নেতৃত্ব এলে দল সুসংগঠিত হবে।  বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন শিকদার বলেন, রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, মিছিল, হরতাল-অবরোধে অংশগ্রহণ না করে যারা ঘরে বসে থাকেন তাদের নেতৃত্ব দেওয়ার চেষ্টা বা পদক্ষেপ গ্রহণ করা হলে বরিশালে দলের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে।  বর্তমান কমিটির সহসভাপতি মহসিন মন্টু বলেন, যারা দলের বিগত প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করেননি, তাদের হাতে যদি নেতৃত্ব দেওয়া হয় তাহলে আরও খারাপ পরিস্থিতিতে পড়বে দল। মহানগর যুবদল সভাপতি আক্তারুজ্জামান শামীম বলেন, আন্দোলনে যাদের ভূমিকা ছিল, যাদের রাজনীতিতে ধারাবাহিকতা নষ্ট হয়নি কখনো, তাদেরই বিএনপির নেতৃত্বে আসা উচিত।  গত এক বছরে তিনবার বরিশাল সফর করে নেতা-কর্মীদের মূল্যায়ন কেন্দ্রে জানিয়ে দেওয়া হয়েছে। যে কোনো সময়ে কমিটির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন দক্ষিণাঞ্চলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, কাউকে পদে বসানো বা পদ থেকে সরানো কেন্দ্রের উদ্দেশ্য নয়। যিনি বা যারা সংগঠনকে ঐক্যবদ্ধ রেখে কাজ করতে পারবে তাদের হাতেই দায়িত্ব তুলে দিতে চায় কেন্দ্রীয় কমিটি। মজিবর রহমান সরোয়ারকে সভাপতি এবং কামরুল আহসান শাহিনকে সাধারণ সম্পাদক করে মহানগর বিএনপির ১৭১ সদস্যের তিন বছর মেয়াদি সব শেষ কমিটি অনুমোদন হয় ২০১৩ সালের ৫ অক্টোবর। ২০১৪ সালের ২২ নভেম্বর শাহিনের মৃত্যুর পর থেকে সিনিয়র যুগ্ম সম্পাদক জিয়াউদ্দিন সিকদার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এ কমিটির অর্ধেকের বেশি নেতা নিষ্ক্রিয় অবস্থায় আছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর