শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

আমি চাকর-বাকরের কাছে ক্ষমা চাইছি : জাফরুল্লাহ চৌধুরী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘আমার সাম্প্রতিক বক্তব্যে রাজনৈতিক স্নেহাস্পদ কিছু নেতা মনঃক্ষুণ্ন হয়েছেন। তাদের চাকর-বাকরের সঙ্গে তুলনা করেছি। এখন আমি সেই চাকর-বাকরের কাছে ক্ষমা চাইছি। কারণ এই রাজনৈতিক নেতাদের মধ্যে চাকর-বাকরের গুণাবলিও নেই। তাদের না আছে কবজিতে জোর, না আছে মাথা ঘুরাবার অধিকার।’ গতকাল বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের সংগঠন ‘ছাত্র অধিকার পরিষদে’র নবগঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসিফ নজরুল, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, গণসংহতি আন্দোলনের সমন্বয় জোনায়েদ সাকি প্রমুখ।     

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর