রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
সংক্ষিপ্ত

সিলেট থেকে জাপার পুনর্গঠন প্রক্রিয়া শুরু করলেন বিদিশা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে সিলেট থেকে জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ। গতকাল দুপুরে মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

বিদিশা বলেন, জাতীয় পার্টিতে এখন চরম বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। দলের চেয়ারম্যান কর্মীবান্ধব না হওয়ায় ওয়ার্ড কমিটি থেকে শুরু করে উপজেলা, জেলা পর্যায়ে কোথাও কমিটি নেই। তিনি নতুন করে এসব পুনর্গঠন করবেন। এরশাদ তার সব বড় কর্মকা  হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে শুরু করতেন। তিনিও সিলেটে দোয়া নিতে এসেছেন। নতুন করে রাজনীতিতে যোগ দেওয়া ও জাতীয় পার্টি পুনর্গঠনে কাজ করার বিষয়ে বিদিশা বলেন, জাতীয় পার্টিকে টিকিয়ে রাখতেই তিনি এ পদক্ষেপ নিয়েছেন। এরশাদপুত্র এরিকের ঘোষণা মতে দলের কো-চেয়ারম্যান হিসেবে তিনি কাজ করছেন। তিনি জানান, এটি এরশাদের মূল দল, ব্রাকেটবন্দি জাতীয় পার্টি নয়। এ সময় তার সঙ্গে পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মামুনুর রশিদ, সিলেট বিভাগীয় সমন্বয়কারী অ্যাডভোকেট সুয়েব আহমদ, সাবেক ছাত্রদল নেতা অ্যাডভোকেট সালেহ আহমদ চৌধুরীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর