শিরোনাম
রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

পাঁচ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন আজ

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশে একসঙ্গে আরও ৭৭৯ মেগাওয়াট ক্ষমতার পাঁচটি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন। সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এ বিদ্যুৎ কেন্দ্রগুলো উদ্বোধন করবেন। এ সময় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ সংশ্লিষ্টরা বিদ্যুৎ ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত থাকবেন। উদ্বোধনের অপেক্ষায় থাকা পাঁচ বিদ্যুৎ কেন্দ্রগুলো হচ্ছে- হবিগঞ্জের বিবিয়ানা-৩৪০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, চট্টগ্রামের জুলদায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-২, মেঘনাঘাট ১০৪ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, বাগেরহাটের মধুমতি ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ও সিলেটে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে ২২৫ বিদ্যুৎ কেন্দ্রে উন্নীতকরণ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র। প্রসঙ্গত, ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর আওয়ামী লীগ সরকার এ পর্যন্ত ১১৯টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে। এগুলোর মোট উৎপাদন ক্ষমতা ২০ হাজার ২৯৩ মেগাওয়াট।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর