সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

মেট্রোরেলের আরও ৪ বগি ও ২ ইঞ্জিন মোংলায়

বাগেরহাট প্রতিনিধি

মেট্রোরেলের আরও ৪ বগি ও ২ ইঞ্জিন মোংলায়

জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের আরও ৪টি বগি ও ২টি ইঞ্জিন নিয়ে চতুর্থ দফায় মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এম ভি প্রেসার্স কোরাল। জাহাজটি গতকাল বিকাল ৫টায় মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে  নোঙ্গর করে। এরপর বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট দফতরের কাগজপত্রের কাজ সম্পন্ন হওয়ার পর জাহাজ থেকে বগি ও ইঞ্জিন নামানোর কাজ শুরু হয়। জাহাজ থেকে সরাসরি বার্জে (নৌযান) এ বগি ও ইঞ্জিন খালাস করা হচ্ছে। খালাস শেষে এগুলো নদী পথেই ঢাকার উত্তরার দিয়াবাড়ীতে মেট্রোরেলের ডিপোতে নেওয়া হবে বলে জানিয়েছেন বিদেশি জাহাজ এম ভি প্রেসার্স কোরাল’র স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ওহিদুজ্জামান। তিনি বলেন, চতুর্থ দফায় ৪টি বগি ও ২টি ইঞ্জিনের সঙ্গে আনুষঙ্গিক আরও সরঞ্জামাদিও রয়েছে। গত ২৫ আগস্ট জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা এই জাহাজে মেট্রোরেলের বগি ছাড়াও ২৪৪ টনের আরও ২০টি প্যাকেজের সরঞ্জাম এসেছে বলে জানায় মোংলা বন্দর কর্তৃপক্ষ।  জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ  কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘এ মাসের শেষের দিকে মেট্রোরেলের আরও ১২টি বগি আসবে। সবমিলিয়ে আরও ১৪৪টি বগি আসার অপেক্ষায় রয়েছে।’ এর আগে তিনটি বিদেশি জাহাজে করে  মেট্রোরেলের মোট ৩০টি বগি মোংলা বন্দরে এসে  পৌঁছায়। এসব বগি সংযোজন হয়ে ইতিমধ্যে বাস্তবে রূপ নিয়েছে। গত ২৯ আগস্ট উত্তরা থেকে পল্লবী পর্যন্ত পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, এর আগে গত ৩১ মার্চ এমভি এসপিএন ব্যাংকক জাহাজে ৬টি বগি, ৫ মে এমভি ওশান গ্রেস জাহাজে ৬টি বগি ও ২০ জুলাই এমভি হরিজন-৯ জাহাজে ১০টি বগি ও ২টি ইঞ্জিন খালাস হয়েছে এ বন্দর দিয়ে। রবিবার আরও ৪টি বগি ও ২টি ইঞ্জিন নিয়ে এমভি  প্রেসার্স কোরাল জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল  মোহাম্মদ মুসা বলেন, ‘দেশে আমদানি হওয়া মেট্রোরেলের এসব বগি মোংলা বন্দরে খালাস হওয়ার ক্ষেত্রে বন্দরের সক্ষমতার প্রমাণ করেছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর