সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদীর বাঁধ নির্মাণ দাবি রামগতি-কমলনগরবাসীর

নিজস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরের নদীতীর রক্ষা বাঁধের ৩১০০ কোটি টাকার একনেকে পাসকৃত প্রকল্পটি বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন এলাকাসী। এ বিষয়ে তারা প্রধানমন্ত্রী  শেখ হাসিনার হস্তক্ষেপও কামনা করেছেন। এ জন্য সম্প্রতি তারা ঢাকায় এসে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন। বাঁধ নির্মাণে ৩১০০ কোটি টাকা অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে এলাকাবাসী জানান, অতীতে আমরা এ এলাকায় সেনাবাহিনীর মাধ্যমে নির্মিত বাঁধ এবং পানি উন্নয়ন বোর্ডের নিয়োজিত ঠিকাদারের মাধ্যমে নির্মিত বাঁধের মধ্যকার পার্থক্য দেখেছি। ২০১৪ সালে একই সময়ে পানি উন্নয়ন বোর্ডের নিয়োজিত ঠিকাদারের নির্মিত বাঁধ যেখানে বছরে ১০ বারেরও অধিক সময়ে ভেঙে যায়, সেখানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত বাঁধ এখন পর্যন্ত অক্ষত রয়েছে। নদী ভাঙনে এই এলাকার জনগণের বাস্তুভিটা বিলীন হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মেঘনা নদীতীরবর্তী এই বাঁধ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের বেঁচে থাকার এই স্বপ্ন নিয়ে কোনো অনিশ্চয়তায় পড়তে চাই না।মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনতা রামগতি-কমলনগরের নদীতীর রক্ষা বাঁধ প্রকল্পটি বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানান। নেতৃবৃন্দ বলেন, জেলার ৪টি উপজেলা উপকূলীয় হলেও রামগতি এবং কমলনগরে ব্যাপক হারে নদী ভাঙছে। দুটি উপজেলার মেঘনা নদীর ৩১ কিলোমিটার তীর রক্ষা বাঁধ নির্মাণের লক্ষ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩ হাজার ৮৯ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে ৩ হাজার ৮৯ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার টাকা বরাদ্দের ফাইলে গত ১৭ মে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান স্বাক্ষর করেন। এই প্রকল্প অনুমোদনের ফলে লক্ষ্মীপুর রামগতি-কমলনগরে মেঘনার তীর রক্ষা বাঁধ প্রকল্পের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ। তবে রামগতি ও কমলনগর উপজেলাবাসীর দাবি, সেনাবাহিনী দিয়ে যেন এই বাঁধ নির্মাণ করা হয়। মাতাব্বরহাট বাঁধে অনিয়ম ও দুর্নীতি হওয়ার ফলে বাঁধ নির্মাণের আগেই তা নদীতে ভেসে যায়। তাই সরকারের উন্নয়ন অক্ষুণ্ন রাখতে কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানকে না দিয়ে সেনাবাহিনীকে দিয়ে বাঁধ নির্মাণ করলে তা টিকে যাবে। রক্ষা পাবে কমলনগর রামগতি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর