সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
আল্লামা শফী হত্যা মামলা

প্রতিবেদনের ওপর শুনানি পেছাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা আহমদ শফী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন গ্রহণের শুনানি পুনর্নির্ধারণ করেছে আদালত। গতকাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সারের আদালতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হলে আদালত শুনানির তারিখ ৭ নভেম্বর পুনর্নির্ধারণ করে।  মামলার বাদী মোহাম্মদ মঈনুদ্দীন বলেন, ‘আজ পিবিআইর তদন্ত প্রতিবেদন গ্রহণের শুনানির তারিখ ধার্য ছিল। কিন্তু আদালত ৭ নভেম্বর শুনানির তারিখ পুনর্নির্ধারণ করেছে।’ প্রসঙ্গত, গত বছর ১৮ সেপ্টেম্বর মৃত্যু হয়ে আল্লামা শফীর। তাঁর মৃত্যুর পর থেকে শফী অনুসারীরা দাবি করে আসছে, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে শীর্ষ এ আলেমকে। এ ঘটনায় ২৭ ডিসেম্বর চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন আল্লামা শফীর শ্যালক মোহাম্মদ মঈনুদ্দীন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর