মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

ভয়াবহ ট্রাকজট পণ্য রপ্তানিতে ধীরগতি

বেনাপোল প্রতিনিধি

ভয়াবহ ট্রাকজট পণ্য রপ্তানিতে ধীরগতি

দেশের অন্যতম স্থলবন্দর বেনাপোলে ভয়াবহ যানজট তৈরি হয়েছে। প্রায় ১ হাজার ২০০ পণ্যবাহী ট্রাক বন্দরের নোম্যান্সল্যান্ড এলাকা থেকে বেনাপোল বাজার পর্যন্ত প্রায় ৩ কি.মি. এলাকাজুড়ে ঠায় দাঁড়িয়ে রয়েছে। নিত্য এ জাতীয় ঘটনায় ভারতে পণ্য রপ্তানিতে ধীরগতির সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বেনাপোল বন্দর দিয়ে ভারতে রপ্তানি বাড়লেও ভারতীয় বিভিন্ন সংস্থার আন্তরিকতার অভাবে মুখ থুবড়ে পড়েছে কার্যক্রম। চাহিদার বিপরীতে রপ্তানি হচ্ছে প্রায় অর্ধেক পণ্য। ভারতে রপ্তানির অপেক্ষায় বেনাপোল বন্দর এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে বিশাল পণ্যজট। অনুসন্ধানে জানা যায়, ভারতের পেট্রাপোল বন্দরে শ্রমিক ধর্মঘট, বাংলাদেশি ট্রাক থেকে চাঁদা আদায়, বিএসএফের হয়রানি, কর্মচারী ইউনিয়নের অসহযোগিতাসহ নানা কারণে পণ্যবাহী ট্রাকের মাধ্যমে আগের চেয়ে অর্ধেক রপ্তানি হচ্ছে। ৬ মাস আগেও গড়ে প্রতিদিন ২৫০টি ট্রাকে পণ্য রপ্তানি হত। বর্তমানে তা ১৫০টিতে নেমে এসেছে। করোনার দোহাই দিয়ে পণ্যবাহী ট্রাক প্রবেশে নানামুখি বাধা সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে। যানজটে নাকাল বেনাপোল দিয়ে ভারতগামী পাসপোর্ট যাত্রীরা। সম্প্রতি স্কুল কলেজ খোলায় বেশি কষ্ট পোহাচ্ছে শিক্ষার্থীরা। এলাকাবাসীর অভিযোগ, বন্দর সড়কে ভয়াবহ যানজটের কারণে ছেলেমেয়েরা সময়মতো স্কুলে যেতে পারছে না। জানতে চাইলে বেনাপোল কাষ্টমস  কমিশনার মো. আজিজুর রহমান বলেন, বর্তমানে প্রতিদিন গড়ে ৩০০ পণ্যবোঝাই ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করছে। এক সময় ৫৫০ ট্রাক প্রবেশ করত। আমরা পেট্রাপোল কাষ্টমসকে অনুরোধ করেছি বেশি বেশি গাড়ি ঢুকাতে। তবে বাংলাদেশি পণ্য ভারত কেন এত কম পরিমাণে নিচ্ছে সেটা নিয়ে আমরা পেট্রাপোল কাষ্টমসকে অবহিত করেছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর