বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

রাজশাহীতে দখল হয়ে যাচ্ছে সরকারি স্কুলের জমি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগরীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করেছেন স্থানীয়রা। এতে করে স্কুলগুলোর শিক্ষাব্যবস্থা যেমন ব্যাহত হচ্ছে, তেমনি শিক্ষার্থীসহ শিক্ষকদের মধ্যে শঙ্কা কাজ করছে। থমকে আছে স্কুলের অবকাঠামো উন্নয়নের কাজ। জানা গেছে, নগরীর নামো ভদ্রা প্রাথমিক বিদ্যালয় ও মুন্নুজান প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করা হয়েছে। নামো ভদ্রা প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে, স্কুলটির জমির পরিমাণ ৩৩ শতক। পুরনো এই স্কুলটির অবকাঠামো উন্নয়নের জন্য ২০২০ সালে ৪ তলা ভবন নির্মাণের কথা থাকলেও সেই কাজ থেমে গেছে দখলদারদের কারণে। জায়গা বুঝে না পাওয়ায় ভবন নির্মাণের কাজ শুরু হয়নি। স্কুলের জমির মাঝ দিয়ে তৈরি করা হয়েছে এলাকাবাসীর চলাচলের রাস্তা। আবার স্কুল সংলগ্ন কয়েকটি পরিবার স্কুলের জমির একটি অংশ দখল করে বাড়ি নির্মাণ করেছেন। সময়মতো জায়গা বুঝে না পেলে স্কুলটির জন্য ৪ তলা ভবন নির্মাণ কাজের বরাদ্দ করা সরকারি অর্থ ফিরে যেতে পারে।

নগরীর পদ্মা তীরবর্তী মুন্নুজান সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষাপ্রতিষ্ঠানের করোনাকালীন ছুটিকে কাজে লাগিয়ে স্কুল ভবনের পূর্বের মূল দেয়াল ঘেঁষে বিন্দুমাত্র জায়গা ফাঁকা না রেখে নির্মাণ করা হয়েছে পাশের বাড়ির ভবন। বোয়ালিয়া থানা শিক্ষা অফিসার শামীম আহমেদ খান বলেন, ‘জেলা প্রশাসকের কাছে মুন্নুজান স্কুলসহ অন্যান্য স্কুলের দখলদারিত্বের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে। আইনগত ব্যবস্থা আমরা নিতে পারি না। এর জন্য জেলা প্রশাসনের শরণাপন্ন হতে হয়েছে।’

 স্কুলের জায়গা দখল হওয়া প্রসঙ্গে অবশ্য কোনো মন্তব্য করতে চাননি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুস সালাম।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর