বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
আন্তমন্ত্রণালয় কমিটির সুপারিশ

ই-ভ্যালিসহ ১০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

গ্রাহকের অর্থ তছরুপের দায়ে ই-ভ্যালিসহ ১০টি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার সুপারিশ উঠে এসেছে এ সংক্রান্ত এক আন্তমন্ত্রণালয় কমিটির  বৈঠকে। গতকাল সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজিটাল ই-কমার্স সেলের প্রধান (অতিরিক্ত সচিব) ও ডব্লিউটিও সেলের মহাপরিচালক হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। সভা শেষে হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, ই-ভ্যালি, ই-অরেঞ্জ, ধামাকাসহ বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান যেহেতু ইতিমধ্যে আইন অমান্য করেছে, সুতরাং মন্ত্রণালয় তাদের দায়িত্ব নেবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা যাতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হবে। এক প্রশ্নের জবাবে ডিজিটাল কমার্স সেলের প্রধান বলেন, ই-কমার্স প্ল্যাটফরম ই-অরেঞ্জ, ধামাকা, কিউকম, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, বুম বুম, আদিয়ান মার্ট, নিড ডটকম ডটবিডি ও আলেশা মার্টের আর্থিক লেনদেন বিষয়ে জানতে গত আগস্টের শেষ দিকে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। এখন তারা এসব প্রতিষ্ঠানে তৃতীয় পক্ষের মাধ্যমে নিরীক্ষক নিয়োগ দিয়ে ব্যবসার হিসাব বের করার পরামর্শ দিয়ে ফিরতি চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে।

ই-ভ্যালির অর্থ সম্পর্কে হাফিজুর রহমান বলেন, তাদের টাকা  কোথায় গেছে, তা জানা যায়নি। দুর্নীতি দমন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকও তদন্ত করছে।

সর্বশেষ খবর