শিরোনাম
বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

কাশফুলে সাদা ক্যাম্পাস

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

কাশফুলে সাদা ক্যাম্পাস

শরতের কাশফুলে ছেয়ে গেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাস -বাংলাদেশ প্রতিদিন

কাশফুল। শরতের ফুল। প্রায় হারিয়ে যাওয়া এই ফুল ফুটেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে। ক্যাম্পাসে কাশফুলের মোহনীয় রূপে মুগ্ধ সবাই। শিক্ষক, শিক্ষার্থী ও বাইরের দর্শনার্থীরা কাশফুলের বাগান দেখতে আসছেন। অনেকের ফেসবুক প্রোফাইলে স্থান পেয়েছে কাশফুলের ছবি। বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে শহীদ মিনার সংলগ্ন স্থানে কাশফুলের মেলা বসেছে। পাহাড়ের ঢালু ও সমতল কাশফুলে সাদা হয়ে আছে। গতকাল ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, ওপরে শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা। নিচে শ্বেত-শুভ্র কাশফুলের মেলা। হালকা বাতাসে কাশফুল দোল খাচ্ছে। অনেক শিক্ষার্থী কাশফুলের বাগানে ঘুরে বেড়াচ্ছেন। কেউ ছবি তুলছেন। কেউ তুলছেন সেলফি। কেউ আলতো করে কাশফুলের ওপর হাত বুলিয়ে সৌন্দর্য পরখ করছেন। বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী সিনথিয়া তার বান্ধবীদের সঙ্গে নিয়ে এসেছেন কাশফুলের বাগানে। তিনি বলেন, অনেক দিন পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এলাম। চারদিকে ¯িœগ্ধ সাদার আয়োজন। দেখে খুব ভালো লাগছে। এত সুন্দর ফেলে বাসায় ফিরতে মন চাইছে না।

সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন মাহি বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাশফুলের বাগানে গেলে মন ভালো হয়ে যায়। বন্ধুরা মিলে প্রায়ই সেখানে গিয়ে সময় কাটাই। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ শামছুজ্জামান মিলকী বলেন, ক্যাম্পাসে প্রকৃতির নিয়মে কাশফুল ফুটেছে। সেখানে গেলে যে কারোরই মন ভালো হয়ে যাবে। ভিসি প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, ক্যাম্পাসের কাশফুলের বাগান মোহনীয় সাজে সেজেছে। এটি চিত্তবিনোদনের চমৎকার সুযোগ সৃষ্টি করেছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর