বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

পাত্র সেজে ব্ল্যাকমেল করতেন অনুপ

হাতিয়েছেন লাখ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

ব্ল্যাকমেল করে অর্থ আত্মসাৎ ও পর্নোগ্রাফির অভিযোগে অনুপ পোদ্দার ওরফে মনির খান ওরফে হারুন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। সোমবার রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে গ্রেফতারের সময় তার কাছ থেকে দুই শতাধিক নারীর ছবি ও ভিডিও সংবলিত মোবাইল ফোন সেট জব্দ করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক। তিনি বলেন, অনুপ পোদ্দার বিবাহিত ও একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বাড়ি টাঙ্গাইল। সামাজিক যোগাযোগমাধ্যমে বিপত্নীক ও মুসলিম সেজে, ভুয়া ঠিকানা ও অন্যের ছবি ব্যবহার করে ফেইক আইডি খুলে বিভিন্ন ম্যাচ মেকিং সাইট থেকে বিবাহবিচ্ছেদ নারীদের টার্গেট করতেন। সম্পর্কের গভীরতা বাড়লে বিয়ের প্রলোভন দেখিয়ে গোপনে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করতেন। এরপর শুরু করতেন ব্ল্যাকমেইল। ভিকটিমকে বিভিন্ন হোটেলে দেখা করার কথা বলে অনৈতিক সম্পর্ক স্থাপনের কথা বলতেন। রাজি না হলে গোপনে ধারণ করা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে লাখ লাখ টাকা আদায় করতেন। টাকা না দিলে ভিকটিমদের ওসব ছবি ও ভিডিও বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করতেন। অনুপ পোদ্দার গত ৪-৫ বছর ধরে এ জাতীয় প্রতারণার সঙ্গে জড়িত। তার মোবাইল ফোন সেটে অসংখ্য মেয়ের ছবি রয়েছে। ধারণা করা হচ্ছে, এসব মেয়ের সঙ্গেও প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন অনুপ পোদ্দার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর