বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

হল ভাড়া মওকুফ না করায় মঞ্চায়ন বাতিল ঢাকা থিয়েটার ও আরণ্যকের

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলা একাডেমির হল ভাড়া মওকুফ না করার কারণে ঢাকা থিয়েটার ও আরণ্যক নাট্যদল তাদের দুটি প্রদর্শনী বাতিল করেছে। ১৭ সেপ্টেম্বর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ঢাকা থিয়েটারের নাটক ও একই সময়ে পরীক্ষণ থিয়েটার হলে আরণ্যকের প্রদর্শনী হওয়ার কথা ছিল। নাটক মঞ্চায়নের জন্য দল দুটি তাদের সব প্রস্তুতিও সম্পন্ন করে। কিন্তু নাট্যকর্মীদের দাবি অনুযায়ী হল ভাড়া মওকুফসহ বিশেষ প্রণোদনা ঘোষণা না করায় দল দুটি তাদের নাটক মঞ্চায়নের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। নিজের ফেসবুকে ঘোষণা দিয়ে মঞ্চায়ন বাতিলের বিষয়টি জানান নাসির উদ্দিন ইউসুফ। গতকাল আরণ্যক নাট্যদলের প্রধান নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন, ‘করোনার কারণে সাংস্কৃতিক কর্মীদের অবস্থা শোচনীয়। এক বছরের জন্য বিনা ভাড়ায় মিলনায়তন বরাদ্দ ও অনুষ্ঠান আয়োজনের জন্য বিশেষ প্রণোদনার দাবিও জানিয়েছিলাম। কিন্তু হল ভাড়াও মওকুফ করা হয়নি। এত সংকটের মধ্যে শিল্পচর্চা করা সম্ভব নয় বলে মঞ্চায়নের সিদ্ধান্ত থেকে সরে এসেছি।’

ঢাকা থিয়েটারের প্রধান সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বলেন, ‘সাংস্কৃতিক কর্মী ও সাংস্কৃতিক সংগঠনগুলো চরম আর্থিক সংকটে রয়েছে। আমরা বিনা ভাড়ায় মিলনায়তন বরাদ্দ চেয়েছিলাম। কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয় থেকে কোনো সাড়া পাইনি যার কারণে নাটক মঞ্চায়ন সম্ভব নয়। তাই শুক্রবারের প্রদর্শনীটি বাতিল করতে বাধ্য হয়েছি। সাংস্কৃতিক কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের কাছে অনুরোধ জানাই।’

সংস্কৃতিচর্চা বেগবান করতে এক বছরের জন্য শিল্পকলা একাডেমির হল ভাড়া মওকুফ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য সংগঠনগুলোকে ৫ হাজার টাকার বিশেষ প্রণোদনার দাবি জানিয়ে ৮ সেপ্টেম্বর সংস্কৃতি প্রতিমন্ত্রী বরাবর একটি চিঠি পাঠান সাংস্কৃতিক কর্মীরা। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ বলেন, ‘আমরা সংস্কৃতি প্রতিমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠাই। ভেবেছিলাম মিলনায়তন বরাদ্দের সভার পর আশানুরূপ সাড়া পাব। মিলনায়তন ভাড়া মওকুফের ঘোষণা না আসায় প্রতিবাদস্বরূপ ঢাকা থিয়েটার ও আরণ্যক তাদের নাটক মঞ্চায়ন বাতিল করেছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর